শামুকে লুকিয়ে থাকা ঝিনুক অতি ক্ষুদ্র কিন্তু মুল্যবান, আকর্ষণ সার্বজনীন। অণুগল্প এমনি। অণুগল্পকারকে সেই হ্যামলিনের বাঁশিওয়ালা হতে হয়, যে তার বাঁশির সুরে যা খুশি তাই করে ফেলতে পারে। অণুগল্প হলাে ছােটগল্পের নবজাতক শিশু। আধাে আধো কথা বলে অথবা সামান্য কিছু শব্দ উচ্চারণ করে মাকে জানাবে তার খিদে-ঘুম পাওয়ার কথা। মা সেটা বুঝে নেবেন অবলীলাক্রমে।
অণুগল্প বা ফ্লাশফিকশন সম্প্রতি সাহিত্যের জনপ্রিয় শাখা হয়ে উঠেছে। গত পাঁচবছর ধরে ব্রিটেনের সাহিত্যজগতে ‘ন্যাশনাল ফ্লাশফিকশন ডে’ উদযাপিত হয়ে আসছে। নিউজিল্যান্ডেও অনুরূপভাবে জাতীয় অণুগল্প দিবস পালিত হয়। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিপ্লব, ফেসবুক-টুইটারের মতাে সামাজিক যােগাযােগ মাধ্যমগুলাের জনপ্রিয়তায় বর্তমানে গল্পের এই ক্ষুদে কাঠামাে বা ফর্ম নিয়ে হৈচৈ হলেও এটি একেবারে নতুন কিছু না অণুগল্প বহুযুগ থেকে চলে আসছে। গল্পের এই শাখাকে অনেকে ছােট নজরে দেখেন অথচ মাত্র ছয় শব্দে একটি অণুগল্প লিখে নােবেল জয় করে নিয়েছিলেন “আর্নেস্ট হেমিংওয়ে”
অল্প পরিসরে অল্প কথায় অনন্য উন্মােচন। কিছু না-বলা কথা উহ্য রেখে এক দারুণ রহস্য তৈরি করা। এই দুটি দিক বিবেচনায় রেখে চেষ্টা করেছি তিনশতাধিক নবীন লেখক নিয়ে রহস্য, থ্রিলার, ভৌতিক, ইসলামিক, সাইন্স ফিকশন ও রােমান্টিক জনরায় একটি অণুগল্প সংকলন করার৷ জানি না পাঠকের মন ভরাতে পারবে কতটুকু