হৈমি চঞ্চল, রোমান্টিক ও প্রতিবাদী নারী চরিত্রের মিশ্রণ। হৈমি উপন্যাসটি মূলত নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে লেখা। এই উপন্যাসের মূল চরিত্র হৈমি। বিহগ চরকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসে হৈমি শৈশবে ভীষণ চঞ্চল থাকে। তার ভাই টুকুও এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। শৈশব পেরোতেই হৈমি নওফেল নামক এক ছন্নছাড়া ছেলের প্রেমে পড়ে । এদিকে মহাজনের অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে বিহগ চরের বাসিন্দারা। এই প্রতিবাদের রেশ ধরে খুন হয় হৈমির বাবা হাসমত মিয়া। চরের আরও যুবকের প্রাণ যায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে। এভাবেই এগোতে থাকে ঘটনাপ্রবাহ।