প্রিয়তমা স্ত্রী তিথির দাফনকার্য শেষ করে বাড়িতে ঢুকতেই বিথির সামনে পড়ে অসীম। একই চেহারার দুই নারীকে নিপুণভাবে গড়েছেন যেন বিধাতা! বিথির পদচারণা অনুসরণ করে বারান্দায় দাঁড়ালাে সে। “আমরা যা চেয়েছিলাম সেভাবেই সবটা হয়েছে। তিথি যে খুন হয়েছে তা কেউ জানবে না। সবাই জানবে সে এক্সিডেন্টে মারা গেছে। এবার আমরা এক হবােই।” অসীমের কথার প্রত্যুত্তরে রহস্যময় এক হাসি দিল বিথি। পিছন ফিরে থাকা বিথিকে আলতাে করে নিজের দিকে ঘােরাতেই বিথির ভ্রুতে থাকা কাঁটা দাগটা অসীমকে স্তম্ভিত করে ফেলল।” এই দাগটা তাে তিথির কপালে ছিল!” কুলকুল করে ঘামতে ঘামতে কয়েক পা পিছাতেই দরজা থেকে হাত দশেক দূরে বিথিকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। চমকে সামনে তাকাতেই সামনে থাকা বিথির অবয়বকে আর দেখা গেল না।