মানুষের প্রতি থাকুক সম্মান পূর্ণ হােক মনের সৎ আশা, ফিরে আসুক বাংলার ঐতিহ্য বেঁচে থাকুক সকল ভালােবাসা। আধার কালাে এই পৃথিবীতে নামুক স্বর্গের আলােকমালা, স্থিতি স্থবির গতিময় হােক গুণীর হােক পুষ্প মালা। ভেদাভেদের এই দুনিয়াতে আবারাে হােক সাম্যের গান, প্রাণে থাকুক মুক্তিযুদ্ধ চেতনা। এই প্রত্যাশায় ফিরুক প্রাণ।