বই থেকে কিছু লেখাঃ
আপনি নিজের ব্যাপারে অনেক খুশি এটা ভেবে যে আপনি অনেক আমল করেন এবং খুব নিশ্চিন্ত যে আপনি জান্নাতে যাবেন।একদিন গভীর রাতে আপনি স্বপ্ন দেখতে লাগলেন।আপনি একজন বড় হুজুরের কাছে গেলেন যিনি অনেক কিছু জানেন ও বুঝেন। আপনি তাঁকে বললেন, ” আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা সব পালন করি, দান সদকা যথাযথ পালন করি।’
আপনার মনে হঠাৎ করে চিন্তার উদয়ন হলো আপনি জান্নাতে যেতে পারবেন কি-না?
হুজুর জবাবে বললেন, “পারবেন না।”
সেদিন ভোরে আপনি ঠিক করলেন আরো বেশি বেশি নফল নামাজ ও রোজা পালন করবেন।শুরুও করে দিয়েছেন আল্লাহর নাম নিয়ে। এমনকি দান করবার হারও বাড়িয়ে দিলেন। আরেকদিন রাতে হুজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে নিশ্চিত মনে বললেন, ” হুজুর এভাবে এভাবে আমি সব আমল করছি। এবার নিশ্চয়ই আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার চান্সটুকু দিবেন।”
হুজুর মুচকি হেসে বললেন,” এবারও মনে হয় না!”
আপনি ভেবে পাচ্ছেন না কি এমন কারণ যার জন্য আপনি জান্নাতের সুঘ্রাণটুকুও পাবেন না। নিজের বিতৃষ্ণ মনকে আর ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসলেন, ” কেন? কি এমন আমল বাদ রেখেছি যার কারণে আমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না।”