জীবন বহমান নদীর মত। জোয়ার ভাটা যেন জীবনের সুখ দুঃখেরই প্রতিচ্ছবি। চলমান নদীর বাঁকের মতই জীবনের মোড় হুট করে ঘুরে যায়। নদীর মতই কখনো একই গতিতে জীবন চলতে পারে না। হঠাৎ করে জীবনে এমন কিছু অদ্ভূত ঘটনা ঘটে যে ঘটনাগুলো জীবনের চলার পথকে একেবারেই বদলে দেয়।
কিছু ঘটনা আমাদের হাসায়, কিছু ঘটনা আমাদর কাঁদায় আবার কিছু ঘটনা বুকের গহীন থেকে টেনে বের করে আনে দীর্ঘশ্বাস। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যায় হাজার হাজার ঘটনা। এমনই কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে “চিত্রা পাড়ের বিচিত্র দীর্ঘশ্বাস” উপন্যাসটি।
বাংলাদেশের মানচিত্রে খুব ছোট্ট এক টুকরো জায়গা দখল করে রয়েছে খুলনা বিভাগের নড়াইল জেলা। নড়াইল শহরের পাশ ঘেষে এঁকেবেঁকে বয়ে চলেছে চিত্রা নদী। এই উপন্যাসটি সাজানো হয়েছে চিত্রা নদী এবং নড়াইলে বসবাসরত কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া আকস্মিক ঘটনা নিয়ে। অবশ্য উপন্যাসটির প্রতিটি চরিত্র এবং ঘটনা গুলো সম্পূর্ণ কাল্পনিক।
আশা রাখছি আমার প্রকাশিত পূর্বের বইগুলোর মত এই উপন্যাসটিও পাঠকদের হৃদয়ে এক টুকরো জায়গা দখল করে নেবে।