“শেষ বিকালের কান্না” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সীমান্ত ঈগল আর নেই। আঁধার রাতের মুসাফিররা জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে জন্মভূমির স্বাধীনতা সীমান্ত টিকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ধুর্ত ফার্ডিনেন্ডের চক্রান্তজালে বন্দী হয়ে আজ তারা নিঃশেষিত। চারদিকে রক্ত আর আগুনের সয়লাব। বাতাসে গুমরে মরছে মজলুম মানুষের কান্না। দরদী লেখক নসীম হিযাজী সেই বিভীষিকাময় স্পেনের করুণ কাহিনী তুলে ধরেছেন তার অসামান্য উপন্যাস ‘কালিসা আওর আগ গ্রন্থে। এ কাহিনী বর্ডই বেদনাবিধুর, বড়ই শােকাবহ। বাংলায় এটি আমরা প্রকাশ করি ‘শেষ বিকালের কান্না নামে। কেবল উপন্যাস পড়ার আনন্দ নয়, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখা কত বেশী গুরুত্বপূর্ণ এ বই আমাদের সে দিকনির্দেশনাই দেয়। আসুন, স্পেনের পরিণতি আসার আগেই আমরাও সচেতন হই, নিজের রক্তের বিনিময়ে টিকিয়ে রাখি। আপন মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব।