দক্ষিণ স্পেনের একটি জনপদ। নাম আল-ফাজারা। জনপদটির কোল জুড়ে রয়েছে ঢেউ জাগানাে পর্বতরাজি। শিল্পরসিক সৌন্দর্য প্রেমিকদের নজর কাড়তে এর জুড়ি নেই। দৈর্ঘ্যে দশ মাইল আর প্রস্থে পাঁচ মাইল এর আয়তন। এরই পাদদেশে একটি পােডড়া কেল্লায় স্পেনের শেষ সুলতান আবু আব্দুল্লাহর অবস্থান। পাহাড়গুলাে আকাশ ছুঁই ছুঁই। তুষারে মােড়ানাে পাহাড়গুলাের দিকে নযর করলে মনে হত প্রকৃতি যেন শ্বেত চাদর দিয়ে ঢেকে দিয়েছে। সুলতানের ঠিক পাশটিতে ছিল তারই সাবেক উযীর আবুল কাসেমের কেল্লা। তার কজায় ৪০টির মত বস্তি। জায়গীরসহ এগুলাে দেখা-শােনার ভার ন্যস্ত ছিল মুসআবের উপর। ইনি সম্পর্কে আবুল কাসেমের স্ত্রীর চাচাতাে ভাই। আবু আব্দুল্লাহ গ্রানাডা ছাড়ার কিছু পূর্বে তিনি গােলাম-বাঁদী, অস্ত্র-শস্ত্র নিয়ে এ জনপদে চলে আসেন। গ্রানাডায় আবুল কাসেমের তাড়া থাকায় তার ৪ হপ্তার বেশী এখানে থাকার মওকা মেলেনি কখনও।