“শেষ প্রান্তর” বইটি সম্পর্কে কিছু কথা:
পাঠক মহলে উপন্যাসিক নসীম হিজাযীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়ােজন নেই। তিনি উপমহাদেশের স্বার্থক ঐতিহাসিক উপন্যাসিকদের অন্যতম। জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের পটভূমিকায় রচিত তাঁর উপন্যাসগুলাে নৈতিক অবক্ষয় প্রতিরােধ, মূল্যবােধ জাগরণ এবং জাতিসত্ত্বার স্বকীয় অনুভূতির উজ্জীবনে ফলপ্রসূ ও সুদূর প্রসারী অবদান রেখেছে।
নসীম হিজাযীর উপন্যাসের ভিন্নরূপ স্বাদ, বৈশিষ্ট্য এবং স্বতন্ত্র সাহিত্য মূল্যের কথা বিবেচনা করে কো-অপারেটিভ বুক সােসাইটি তাঁর সবগুলাে উপন্যাস বাংলায় অনুবাদের গ্রন্থসত্ত্ব গ্রহণ করে অতীতে অনেকগুলােই প্রকাশ করেছিল। স্বাধীনতার পর “শেষ প্রান্তর” বাংলাদেশ কো-অপারেটিভ বুক সােসাইটি কর্তৃক প্রকাশিত নসীম হিজাযী রচিত দ্বিতীয় উপন্যাস। ইহা আখেরী চাটান এর বাংলা তরজমা। ১৯৬৩ সনে কো-অপারেটিভ বুক সােসাইটি কর্তৃক প্রথম প্রকাশের সুদীর্ঘ দুইযুগ পরে ১৯৮৬ সালে এ উপন্যাসটি দ্বিতীয় সংস্করণ, ১৯৯৭ সালে তৃতীয় সংস্করণ এবং ২০০৩ সালে চতুর্থ সংস্করণ পাঠক বৃন্দের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।