পাশের বাসার ভাবি শব্দত্রয়ের যে মাদকতা আছে সেটাকে উপেক্ষা করতে পারলে শব্দ তিনটির ভেতরে যে চাতুর্য আছে তাকে আবিষ্কার করা যেতে পারে। গল্পগ্রন্থ হিসেবে পাশের বাসার ভাবি’র গল্পগুলোর সাথে যে বিশ্বাস ও চিন্তা যুক্ত রয়েছে তাকে প্রতিনিয়ত নবায়ন করার চেষ্টা মানুষের থাকে। কিন্তু বিরহ যাপন হোক কিংবা উচ্ছাসের মায়া দুটোকেই আঁকড়ে ধরে রাখার প্রাণান্ত চেষ্টা তরুণ প্রজন্ম করে থাকে সেটাকে লালন ও পালন করার সমান্তরালে যে দৈনন্দিনতার ছাপ উঠে আসে তাকে নির্মাণ খুব সহজ, বিপরীতে খুব কঠিন। পাশের বাসার ভাবি পাঠে আপনাকে সাদর আমন্ত্রণ।