“বৃষ্টি পদাবলি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মুগ্ধতার আড়ালে থাকা শব্দগুলো কখনো কখনো প্রতিবাদ করে, কখনো কখনো শব্দরা অধিকার বসে প্রতিপাশ। শব্দের গহিন পথে হাঁটতে হাঁতে উঠে আসা মলিন মুখগুলোর কটাক্ষ যতটা দেয়াল নির্মাণ করে, উজ্জ্বল মুখগুলো ঠিক ততটাই উদ্দামতার আহব্বান করে। ‘বৃষ্টি পদাবলি’ কথার আড়ালে কথা, ভোরের মায়ায় নিঃসৃত শিশিরের জলে পা ডুবিয়ে নিজেকে আবিষ্কার করার প্রত্ন-প্রকৌশল। শব্দের সাথে জলের সাথে বাজি রেখে যে পাহাড়ি স্রোত লুকোচুরি খেলে মনের সাথে তাঁকে আবিষ্কার করবার প্রয়াস অন্বেষণ করতে পারে পাঠক ‘বৃষ্টি পদাবলি’-এর খাঁজে খাঁজে।