“কবিতা সংগ্রহ-১” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবিতায় আত্মপ্রিয় বিষয়গুলাে প্রকট হয়ে ওঠার দিকগুলােকে সহসাই পাশে সরিয়ে রাখার একটা প্রচেষ্টা দেখা যায় কবি মনিরুজ্জামান মিন্টুর কবিতায়, পৌষের পত্রে মুখরিত গান-এর সহজ ও সরলরৈখিক নির্দেশনাকে অনুসরণ করে একটু পাঠ অগ্রসর করলেই দেখা মেলে মৌসুমি জীবনের অবয়বের। ব্যস্ত শহরের গতিশীল মুখের ভিড়ে নিজেকে পুনরাবিষ্কার করার এক অদম্য নেশায় মত্ত থাকা শব্দগুলাে পাঠককে প্রতিনিয়ত বিদ্ধ করে চলে। দিনশেষে ব্যক্তির অভিসার ও গােপনীয়তার অহংকার নিয়ে পরিযায়ী পাখির যে ভ্রমণ-মানচিত্র; তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে কর্পোরেট সভ্যতার আঙুল পাঞ্চকে সহসাই প্রতিচিত্রে বসিয়ে দিতে পারেন বলেই কবি মনিরুজ্জামান মিন্টুর কবিতা হয়ে ওঠে সুখপাঠ্য কিন্তু কথার অন্তর্নিহিত বয়ানে উপলব্ধ হয়ে ওঠে অতীত-বর্তমান ও ভবিষ্যতের। একটি যৌথ সরলরেখা- যা সময়কে ধারন করে এগিয়ে দেয় পাঠককে, নিবিষ্ট রাখে আত্মানুসন্ধানে।