“মেঘবর্ণ করতল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মেঘবর্ণ করতল গৌতম গুহ রায়ের ২৮ টি কবিতা বা একটিই কবিতার ২৮ খন্ড বা পাঁচ তারে বাঁধা আঠাশটি গানের সম্ভাবনা। ২০১৮ সালের হেমন্তের তিনদিনে রচিত বা প্রণীত কবিতাগুলো এখানে সঙ্কলিত হলো। ভ‚গোল বা ইতিহাসের সীমা ছড়ানো এই স্পর্ধায় সে খুঁজে নেয় পাথরের ধূসর বুকের ধ্বনি, কুমারী রোদ্দুরের হাসি, রুপালি চন্দ্রচিহ্ন, ভেজা গন্ধরাজের স্তন, শোকগুচ্ছ ফুল, ঠোঁটের নিচের হ্যাংলা আঁচড়, মেঘবর্ণ করতল থেকে গЂষ ভরে তুলে নেওয়া বিষ, রক্তে মাখামাখি অন্ধ বাগান, যেখানে রাজ্যপাট বরফের মতো জল হয়ে যায়, শব্দসহবাসের ভেতর বাঁধা সংসার কবির, সে গৌতম। এটি তাঁর সপ্তম কবিতার প্রকাশিত বই, আগের মতই এখানেও তাঁর কবিতা আপনা জগৎসংসারের রক্তনেশার কথকতা। শব্দ ও ইমেজ নির্মাণে তাঁর মুন্সিয়ানা পাঠককে আবিষ্ট রাখে, এখানেও সেই প্রত্যাশা পূরণ করেছেন তিনি। ৫টি করে লাইনে লেখা ২৮ টি কবিতা পাঠককে সেই আধোমায়া আধোপ্রকট জগতে নিয়ে যাবে।