”মানুষের মতো একা” বইয়ের শেষ ফ্ল্যাপ এর লেখা :
দেবজ্যোতির ছদ্মবেশে আমি বেঁচে আছি। আলাের বিচ্ছুরণ দেখে আমি কেঁদে উঠি। উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান থেকে আমি মৃত-আরার গন্ধ শুকে এঁকে নেশা করি সাপের বিষ্ঠার রঙ শাদা আর দেবীর লিপিস্টিকের রঙ লাল। লিপিস্টিকের আবডালে ঠোঁট লুকিয়ে হাসির মানে আমি জানি। ফুটপাতে ঘুমাতে পারি বলে, একালের সব মহৎ কবি আমাকে আদর করে শুয়ােরের বাচ্চা বলে ডাকে।