“আট বেহেশত সাত দোযখ” বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ:
মানুষ মরণশীল। শুধু মানুষ কেন, মৃত্যুর হাত হইতে রক্ষা পাইতে পারে না কোন জীবই। কিন্তু মৃত্যুর পর মানবজাতি যায় কোথায় ? তাদের ভাগ্যে কি ঘটে ? মৃত্যুর পর মানুষ যে জগতে প্রবেশ করে সে জগতের নাম আলমে বরযখ । এই বরযখ জগতেই রয়েছে মানুষের পাপ পূণ্যের। প্রতিফল স্বরূপ বেহেশত ও দোযখ প্রাপ্তি।
কোরআন হাদীস দ্বারা বেহেশত ও দোযখ সম্বন্ধে যা কিছু জানা যায় গ্রন্থকার তার লিখনি দিয়ে তা ফুটিয়ে তুলতে চেষ্টার এতটুকু ত্রুটি করেন নি। ; প্রকাশনার ব্যাপারে শ্রদ্ধাস্পদ জনাব মাওলানা মােহাম্মদ ইউনুছ সাহেব হৃদয়তা দেখিয়ে ঋণী করে রাখলেন।
এ গ্রন্থ পাঠ করে যদি পাঠক সমাজ বেহেশত লাভের জন্য এতটুকু সচেষ্ট হন তবে আমার প্রকাশনা সার্থক হবে বলে মনে প্রাণে বিশ্বাস করি।