“মা আমেনা” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
নারীর শ্রেষ্ঠ গৌরব তার মাতৃত্বের মধ্য দিয়াই। এই দিক দিয়া মা আমেনা’ গৌরবান্বিতা নারীদের মাঝে সকলের উপরে। যেহেতু দুই জাহানের শ্রেষ্ঠ মানব রসূলুল্লাহর (সাঃ) গর্ভধারিণী তিনি। বিবি মরিয়ম, আছিয়া, হাযেরা রমণীবৃন্দ নারী জগতের শীর্ষ স্থানীয় হইলে কি হয়, কেহই তাহারা এই দিক দিয়া আমেনার মত সৌভাগ্যের অধিকারিণী নন। তাই তাে তিনিই ধন্যা, মহিমান্বিতা। সুতরাং সেই আমেনার জীবন কাহিনী জানার আকাঙখা থাকা স্বাভাবিক। তবে দুঃখের বিষয়, এতদিন তাহা নিবৃত্ত করার সুযােগ ছিল না। অবশ্য দায়ী এজন্য পূর্বকালীন ইতিহাস রচয়িতা ও গ্রন্থকারগণ। যাহা হউক আমরা এবার প্রাচীন গ্রন্থ ও ইতিহাস আদি অবলম্বনে ‘মা আমেনা’র জীবনী গ্রন্থ প্রকাশ করিলাম। আশা করি পাঠক মহল খুশী হইবেন। গ্রন্থ প্রকাশে মাওলানা মােঃ ইউনুস সাহেবের নাম উল্লেখ করা প্রয়ােজন। যেহেতু তাঁহার উদার ভূমিকা স্মরণীয়।