“হযরত আছিয়া (রা.)” বইটির সম্পর্কে কিছু কথা:
আসিয়া (আরবী: آسية; অর্থ: দুঃখী), পুরো নাম আসিয়া বিনতে মুজাহিম, প্রাচীন মিশরের ফেরআউনের (হিব্রু ফারাও) দ্বিতীয় রামেসিসের স্ত্রী ছিলেন। তিনি অনেক দয়ালু ও সহানুভূতিশীল মানুষ ছিলেন। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনে অবর্ণনীয় দুঃখকষ্ট ও নির্যাতন সহ্য করে ন্যায়ের পথে অবিচল ছিলেন। পৃথিবীর আরাম-আয়েশকে পদাঘাত করে ঈশ্বরভীতি ও আল্লাহপ্রীতিকে প্রধান্য দিয়েছেন।
বইটিতে হযরত আছিয়া’র সম্পর্কে আরো বিস্তারিত বলা হয়েছে। তাকে ভালোভাবে জানার জন্য বইটি অত্যাবশ্যকীয়।