“হযরত আয়েশা সিদ্দীকা (রা.)”বইটির মুখবন্ধ:
রসূলুল্লাহর (দঃ) প্রিয়তমা মহিষী উম্মুল-মু’মিনীন বিবি আয়েশার (রাঃ) স্থান নারী জগতের সবার উদ্ধে। তাঁহার সুদূরপ্রসারী শিক্ষা-দীক্ষা, ধর্ম-কর্ম, জান-বৃদ্ধি, স্বভাব-চরিত্র, ত্যাগ-তিতিক্ষা, সাধনাপ্রতিভায় তিনি যে উচ্চাসনে অধিষ্ঠিতা, তাহা । একদিকে যেমন নারীকুলের মহা-মর্যাদা ও গর্বের কথা, অন্যদিকে তেমন উহা নারী জগতের সাধনা ও প্রেরণার উৎস বটে। “তাঁহার তুলনা শুধু তিনি নিজেই।” বিবি আয়েশার (রাঃ) সমুদ্রসম জীবনকাহিনী সীমিত গ্রন্থকলেবরে সঞ্চয়ন করা সুকঠিন; তবু এ বিষয়ে। গ্রন্থকারের যােগ্যতা ও সজাগ দৃষ্টি আশা করি পাঠকপাঠিকাগণের মনঃপুত হবে। এ গ্রন্থ প্রকাশে মাওলানা মাজহার উদ্দীন সাহেবের সক্রিয় ভূমিকা সত্যিই স্মরণীয়।