“হযরত নিযামুদ্দীন আওলিয়া (রহ.)” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
স্রষ্টার সৃষ্ট-জগতে বিশেষতঃ বঙ্গ-ভারতে হযরত নিযামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহ্ আলাইহ’র নাম কাহারও অজানা নাই। তিনি ছিলেন আওলিয়াকুলে অন্যতম মহান সাধক। তাঁহার জীবনখানাই ছিল কারামতে ভরপুর। কাহারও কাহারও মতে তিনি প্রথম জীবনে ছিলেন ভয়ানক ডাকু, খুনী। হত্যাকাণ্ডও চালাইয়াছিলেন নিষ্ঠুরভাবে। কিন্তু আসলে এসব প্রমাণ শূন্য কথা (গুজব)। তার সম্বন্ধে প্রকৃত ঘটনা ও তাঁর সাধনা, সিদ্ধি অত্র গ্রন্থে ফুটিয়া উঠিয়াছে সার্থকভাবে। গ্রন্থে সংকলিত ঘটনাবলী প্রতিটি মুসলিম নর-নারীর মনে প্রেরণার উৎস হয়ে থাকবে।