“ইমাম আযম আবু হানিফা (রহ.)”বইটির মুখবন্ধ:
বিশ্বের বুকে ইমাম আবু হানিফা একটি বিস্ময়কর প্রতিভা। যেমন বিস্ময় তাঁর জ্ঞান সাধনায়, তেমনি | বিস্ময় তার সারা জীবনের কর্মতৎপরতায়। পিতার বিরাট ব্যবসায়ের মালিক হইয়া সারা জীবন উহার পরিচালন ভার বহন করিয়া কি ভাবে যে তিনি জ্ঞান সাধনায় লিপ্ত রহিলেন এবং ফিকহর মত একটি জটিল শাস্ত্র প্রতিষ্ঠা করিলেন, তাহা আজও জগতের কাছে বিস্ময়ের বস্তু। বস্তুতঃ তাঁহার গােটা জীবনটাই ছিল একটি আশ্চর্যের বিষয়। জগৎশ্রেষ্ঠ ইমাম হইয়া মাতৃ আদেশ পালনে যখন তিনি জানা মাছলার জবাব জানিবার জন্য একজন সাধারণ ওয়ায়েজ আলেমের নিকট যান, তখন আশ্চর্য লাগে বৈকি। যুক্তির যাঁতাকলে পিষিয়া বিভ্রান্তির অবসান ঘটাইয়া যখন তিনি খারেজীদের উদ্যত তরবারীকে অবনমিত করিয়া দেন, তখনও আশ্চর্য লাগে বৈকি।
তাহার জীবনের উপর উর্দু, আরবী, ফারসী ভাষায় এত অসংখ্য পুস্তক রচিত হইয়াছে যে, বিশ্বের ইতিহাসে তার তুলনা বিরল। কিন্তু বাংলা ভাষায় এ যাবত যাহা লিখিত হইয়াছে তাহা নিতান্তই অপ্রতুল। বলিতে কি, তন্নিমিত্তই আমি এই কাজে ব্রতী হইয়াছি। এ ব্যাপারে নানাভাবে মাওলানা ইউনুস সাহেবের কাছে আমি ঋণী হইয়া থাকিলাম।