“ট্রেন টু পাকিস্তান” ট্রেন টু পাকিস্তান উত্তম উপন্যাসের মতো এই উপন্যাসের অন্তর্নিহিত বৈশিষ্ট্য পাঠককে প্রবলভাবে আকৃষ্ট করে। পুরো বইখানিতে ঘটনাপ্রবাহ একইভাবে আন্দোলিত হয়েছে। উপন্যাসের চরিত্রগুলো অত্যন্ত স্পষ্ট এবং পুরোপুরি বিশ্বাসযোগ্য খুশবন্ত সিং তাদেরকে অত্যন্ত জাঁকজমকের সাথে বেগবান করেছেন। সেই সঙ্গে বেগবান করেছেন তাদের ভালোবাসা ও প্রতিশোধ স্পৃহা,যা জড়িয়ে আছে দৈনন্দিন কাজের সাথে। গ্রামীন সম্প্রদায়ের প্রতি তাদের ঔদ্ধত্য ও সাহসিকতা সমগ্র কাহিনীতে বিধৃত হয়েছে। ১৯৪৭ সালের ভারত বিভাগের রাজনৈতিক বিপ্লবের পটভূমি ও বিপ্লবপরবর্তী সময়ে তাদের ভেঙে যাওয়া জীবনধারার ঘটনাবলী অত্যন্ত স্পষ্টভাবে ধরা পড়েছে উপন্যাসখানিতে। এটা শুধু শ্রমসাধ্য ও অতি দক্ষতায় সৃষ্ট গল্প-কাহিনী নয়, সামাজিক দলিল হিসাবে এর মূল্য বৈশিষ্ট্যপূর্ণ। এই দলিলে স্পষ্টভাবে বিধৃত হয়েছে পাকিস্তান সৃষ্টিসহ ব্যাপক উত্থান-পতনের কাহিনী। ঐতিহাসিক, সমাজ-বিজ্ঞানী এবং সাধারণভাবে মানব বিষয়ে উৎসুক ছাত্রের কাছে বইখানি খুবই প্রাসঙ্গিক।