“খুশবন্ত সিং এর জোকস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
খুশবন্ত সিং -এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান, দিল্লি, ‘আই শ্যাল নট হিয়ার দ্য নাইটিঙ্গেল, ‘দ্য কম্প্যানি অফ ওম্যান, ‘বারিয়্যাল অ্যাট সী, ‘দ্য সানসেট ক্লাব’, ইতিহাস গ্রন্থ “এ হিষ্টরি অফ দ্য শিখ, আত্মজীবনী টুথ লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস’ পাঠকপ্রিয়তায় শীর্ষে। এসবের বাইরে তিনি উপমহাদেশে প্রচলিত এবং বিশ্বের অন্যান্য দেশে জনপ্রিয় হাস্যরসাত্মক চটুল বিষয়গুলাে, যা আমরা ‘জোকস’ হিসেবে জানি, সেগুলাে সংকলনের মতাে শ্রমসাধ্য কাজ করে গেছেন। তার সংকলিত জোকস ভারতে ১১ খণ্ডে প্রকাশিত হয়েছে, এখনও যেগুলাের বাজারে কাটতি আছে । অসংখ্য জোকস থেকে বাছাই করে বাংলায় একটি গ্রন্থে স্থান দেয়া দুরুহ হলেও ‘জোকস’ গ্রন্থে তা সংকলন করা হয়েছে। এটি বেশ কয়েক বছর আগে প্রকাশিত হলেও বর্তমানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সৃজনশীল প্রকাশনা সংস্থা নালন্দা ২০১৭ সালে ‘জোকস’ প্রকাশের উদ্যোগ নিয়েছে পাঠকদের পক্ষ থেকে ব্যাপক আগ্রহের কারণে।