“বারোটি রহস্য উপন্যাস” বইয়ের ফ্ল্যাপের লেখা:
একটি কিংবা দুটি নয়—একেবারে এক ডজন রহস্য উপন্যাস। তাও আবার এমন একজন লেখকের কলমে যিনি তেতাল্লিশ বছর ধরে শুধুমাত্র রহস্য-রােমাঞ্চ-গােয়েন্দা-ভৌতিক আর কল্পবিজ্ঞান কাহিনির চর্চা করে গেছেন একনিষ্ঠভাবে। তার কুশলী কলমে ‘আঁকা’ নানান রঙের বারােটি উপন্যাস নিয়ে এই বই। এই বইয়ের একটি উপন্যাসে একে-একে উধাও হয়ে যাচ্ছে এক-একজন জলজ্যান্ত মানুষ। আর-একটি উপন্যাসের পটভূমি হিমশীতল আন্টার্কটিকা। আবার কোনও উপন্যাসে মূল চরিত্র স্মৃতি-হারিয়ে যাওয়া একটি বাচ্চা মেয়ে, যার জামায় রক্তের দাগ। এ ছাড়া এই বইয়ের দীর্ঘতম গােয়েন্দা উপন্যাসটির বেশিরভাগ চরিত্রই। রহস্য-গােয়েন্দা কাহিনির লেখক—যাঁরা একটি রহস্য লেখক সম্মেলনে জমায়েত হয়েছেন এবং খুনের রহস্যে জড়িয়ে পড়েছেন। এই বইয়ের বারােটি কাহিনির বৈচিত্র্যের আকর্ষণ নেহাত কম নয়। যাঁরা রহস্যগােয়েন্দা কাহিনি পড়তে ভালােবাসেন তাদের জন্য অনেক ভালােবাসা দিয়ে তৈরি এই বইটি অবশ্যই সংগ্ৰহণীয়।