“জ্ঞান ও সভ্যতা গ্রন্থমালা-৬ : বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ” বইটির সম্পর্কে কিছু কথা:
এই বইটি খুব সংক্ষিপ্তভাবে বাংলাদেশের বদ্বীপ অংশের ভূতাত্ত্বিক ইতিহাস ও সম্ভাব্য ভবিষ্যতের একটি সরল চিত্র। এই বইটি বিশেষজ্ঞদের জন্য নয়, বরং বিজ্ঞানীরা বঙ্গীয় বদ্বীপ কীভাবে গড়ে উঠেছিল, সেটি তাঁদের গবেষণায় যেভাবে তিলে তিলে প্রতিষ্ঠা করেছেন তারই একটি ছােট ভাষ্য। বিজ্ঞান গবেষণা একটা সদাসঞ্চারমান প্রক্রিয়া, সেইজন্য এখানে যে সমস্ত তথ্য দেয়া হয়েছে মনে রাখতে হবে সেগুলাে পরিবর্তনশীল। উদাহরণস্বরূপ, বঙ্গীয় সক্রিয় বদ্বীপ অংশে বা উপকূলের কাছে জলীয় বদ্বীপে ঠিক কত পরিমাণ পলি অবক্ষিপ্ত হয় তা নিয়ে মতান্তর আছে, এই বইয়ে উল্লিখিত মানসমূহ পাঠক কোনাে চূড়ান্ত ফলাফল হিসেবে না গ্রহণ করে বরং এই মানগুলির পরিমাণ সম্পর্কে সচেতন হবেন তাই আমার ইচ্ছা। পাঠের সুবিধার জন্য রেফারেন্সগুলাে তথ্যের সঙ্গে দেওয়া হয় নি, বরং বইটির শেষে সংযােজিত হয়েছে। রেফারেন্সে অনেকের কাজ উল্লিখিত হয়েছে, যদি কারাে নাম অনুল্লেখিত থেকে যায় সেটা আমার অসম্পূর্ণতা, ভবিষ্যতে সেই ত্রুটি মুক্ত করা যাবে বলে আশা রাখি।