ভাবা যায় admiral শব্দটির মলে আছে আরবি আমির, Salary রােম সাম্রাজ্যে লবণের একদা দপ্রাপ্যতার ইতিহাস, আর tycoon ধরে রেখেছে জাপানি শোনদের স্মৃতি। sanction শব্দটি দিয়ে কেন অনুমােদন আর নিষেধ এই দুটি বিপরীত অর্থই বােঝানাে যায়, তার কারণও আছে তাদের উৎপত্তির মাঝেই তুচ্ছ কাকতাল থেকে শুরু করে যুদ্ধ, সাহিত্য, ষড়যন্ত্র, দুঃসাহস, প্রকতি, পর্যবেক্ষণ, ব্যক্তিগত কো— কত কিছু যে এক একটি শব্দের আর ব্দের অর্থের সঙ্কোচন বা প্রকট। তার ইয়াত্তা নেই। শাধের G এণের খুব সামান্য একটা ধারণাই পাওয়া যাবে। বইটিতে, আর তার সাথে পাওয়া যাবে। মানবিক বৈচিত্রের বিপুল বিস্তারের একটা অনুভূতি। প্রধানত কিশোর পাঠকদের জন্যই লেখা এই পুস্তিকাটি পাঠকের কৌতহল শীর্ণকায় এই গ্রন্থ সামান্যই মেটাবে, বরং তা জাগিয়ে তুলবে অনেকগুণ বেশি।