বিবর্তনের প্রক্রিয়ায় আদিম এককোষী প্রাণি থেকে আজকের জটিল প্রাণের বিকাশের স্তরগুলাে যথাসম্ভব সরল করে বর্ণনা করাই পৃথিবীতে প্রাণের আবির্ভাব : প্রাণের সৃষ্টি ও বিকাশের পর্যায়ক্রমিক বিবরণ বইটির প্রধান উদ্দেশ্য। বিবর্তনের বিষয়টিকে যথাসম্ভব খােলাসা করে আলােচনার পাশাপাশি পৃথিবী নামের গ্রহটি কিভাবে প্রাণ সৃষ্টির উপযুক্ত হয়ে উঠলাে, এমনকি তারও আগে মহাবিশ্বের সৃষ্টিও কীভাবে হলাে- তা নিয়ে সর্বশেষ তত্ত্বগুলোও সংক্ষেপে আলােচিত হয়েছে এখানে।