“অশুভকাল” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এই কাহিনি শুভ বনাম অশুভের লড়াই। সুন্দরের বিপরীতে অসুন্দরের, ভালাের বিরুদ্ধে মন্দের, আলাের বিপক্ষে অন্ধকারের। কার জয় হবে? মানুষের সুকুমারবৃত্তির, নাকি কদর্যৰ্তর? সেটা জানতে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। ক্রিকেটার মুক্তিকে কেন্দ্র করে এই কাহিনি। সে খুব উচ্চাভিলাষী। অন্ধকার জগতের মানুষ দময়ন্তী তাকে প্রলুব্ধ করে জাগতিক সমস্ত অর্জনের জন্য। কিন্তু এতে করে সে হারিয়ে ফেলে নিজের কোমল রূপটিকে, হারিয়ে ফেলে তার প্রিয়জনদের। কিন্তু দময়ন্তী কি আসলেই একজন অন্য মানুষ? নাকি মুক্তিরই অন্ধকারময় রূপ? আমাদের সবার মধ্যেই কি বাস করে না দময়ন্তীর মতাে একজন অন্ধকার জগতের বাসিন্দা? ত্রিভুজ প্রেম, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষাপরায়ণতা, প্রতিশােধ আর অমলিন বন্ধুত্বের এক কাহিনি- অশুভকাল।