“গুরু শিষ্য” বইয়ের ফ্ল্যাপের কথা:
শব্দের খেলা ও মাঠের খেলা দুটো গভীর চুম্বকটানে দখল করে নিয়েছে মনিজা রহমানকে। সৃজনশীলতায় নিমগ্ন মনিজা গদ্যে-পদ্যে ওয়ার্মআপ করতে করতে আন্তরিক আকর্ষণে খেলার মাঠে ঢুকে পড়েন কলম নিয়ে। সৃষ্টিশীল লেখকের তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আর সাংবাদিকের সত্যানুসন্ধানী তাগিদের মিশেলে তার হাত থেকে বের হয়েছে সুখপাঠ্য উপভােগ্য বিবরণ। গল্পকবিতার দুই জোড়া বই বের হবার পরে এবার মনিজা তার কর্মক্ষেত্র ক্রীড়াঙ্গনকে দুই মলাটের ভেতরে নিয়ে এসেছেন এক মমতাময় অবলােকনের নান্দনিক পরশ বুলিয়ে। বর্তমান বইয়ের সাতটি গল্পের অন্তর্দেশে পাঠক দেখবে খেলার ভিতরে না দেখা আরেক খেলা। গুরুমুখী বিদ্যাচর্চার এক একটি অনুপম আখ্যান। গুরু-শিষ্যের মেদহীন ঝরঝরে গদ্য মনিজার পাঠককে একসাথে মাঠের অন্দরমহলের ছবি দেখার আর কাব্যের লালিত্যমাখা গদ্য গড়ার আনন্দ দেবে, আমার বিশ্বাস।