“শনিবারে ভালােবাসতাম, রবিবারে না” বইয়ের ফ্ল্যাপের লেখা:
শনিবারে ভালােবাসতাম, রবিবারে না’ প্রথম কবিতার বইয়ে মনিজা রহমানের এই প্রয়াস বাহারি উপমা ব্যবহারের বাড়াবাড়ি নাই। উপস্থাপন সরল, বক্তব্য সুস্পষ্ট। কবিতার শেষ ছত্রগুলাে ব্যাক্তি আক্ষেপ আর। হাহাকার ভরপুর। যেমন শেষ বাসটিও চলে যায় আমাকে ফেলে, আমি কাঁদতে থাকি, ভালােবাসার কোন চিহ্ন খুঁজে পায় না। মেয়েটি, খুকী এভাবে হারিয়ে যেতে নেই ইত্যাদি। বেশির ভাগ কবিতায় ব্যাক্তি আছে, সেভাবে নেই সার্বজনীনতা। সরল আবেগে নির্ভর বক্তব্যধর্মী এই ধরনের কবিতার চিন্তায় নতুনত্ব না থাকলেও এক ধরনের বহুত্ব আছে। প্রেমে আবিষ্ট থাকার একটা জোরালাে প্রকাশ আছে কবিতাগুলাের মধ্যে। ভাবও থাকবে আবেগও থাকবে কিন্তু কোথায় যেন ভাবাবেগে ভেসে যান না কবি । বিরহ ভালাে লাগে তাঁর মিলনের চেয়ে ।