“ও দেবী ও বিহঙ্গ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
রাজকুমারীকে বিয়ে করার অভিলাষ ব্যাক্ত করায় যুবককে কতল করা হবে। মঞ্চ প্রস্তুত। ওদিকে প্রতি বছর আর্ট গ্যালারিতে গিয়ে উপস্থিত হয় এক তরুণী হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরে পাবার প্রত্যাশায়। চলমান জীবন ও লোক কাহিনীর যৌগমিশ্রণে রচিত ‘ও দেবী ও বিহঙ্গ’ হয়ে উঠেছে ভিন্নতর এক কথারূপ। যা পাঠককে উল্লসিত করবে, ভীতসন্ত্রস্ত করবে, কখনও চমকিত করবে আবার আকুল করে তুলবে না পাওয়ার বেদনায়।
হৃদয়বৃত্তির ডালপালা ছড়ানো সবুজ বৃক্ষ শেষ পর্যন্ত সমতল ভূমির ঠিকানা পেলো কিনা তা পাঠের আবেদন রাখে।