ইচ্ছে করে কেউ কেউ পরবাসী হয়, সবাই নয়। মানবিক কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল আরাফ। কারণটা অজানাই রেখেছিল সে। হঠাৎ চাকরির কারণে রাণীর প্রবাস পরিদর্শন, আরাফকে এনে দেয় সত্য কথনের সুযােগ। বাধন না ফেরার দেশে চলে যাওয়ায়, আরাফের দেশে ফেরার আকাঙ্খা প্রবল হয়ে ওঠে। কিন্তু অভিমানী রাণী কি ততদিনেও রবে অপেক্ষমান?