জন্মটা আজন্ম পাপের । নিজের লাশ নিজের কাঁধে আজীবন বয়ে বেড়ানোর পাপ। তৃতীয় লিঙ্গের মানুষ বলে কখনো গঞ্জনার অভাব হয়নি রাখির । পরিবার থেকে ডেরা । আপনজন কোথায় ! বঞ্চনা, হানাহানি, ক্ষমতার দ্ব›েদ্বর লড়াই চলে জীবনভর। কুরুক্ষেত্রের ডামাডোলেও প্রথম অথবা দ্বিতীয় লিঙ্গের মানুষের মত তৃতীয় লিঙ্গের জীবনেও প্রেম আসে। কিন্তু দিনের ঝকঝকে আলোতে প্রস্ফুটিত হয় না সে অজানা আখ্যান। রাখিকে খুনের কন্ট্রাক্ট পাওয়া কিলার পরাগ কিংবা উদীয়মান কবি সোয়েব । কোথাও কেউ নেই। কেবল সূতো-শ্যাঁওলার মত ভেসে চলা অজানায়….।