বইটির প্রথম ফ্লাপের কিছু কথাঃ
জ্যোত্সাময়ী কোন মানবী নয়। কমন জেন্ডার , থার্ড জেন্ডার, শিখন্ডি, বৃহন্নলা কিংবা হিজড়াও নয়। সে মানুষ। কেবলমাত্র মানুষই পারে স্বপ্নবাজ হতে, স্বপ্নকে জয় করতে। তাই সে স্বপ্নজয়ী। স্বপ্নের পথে হেঁটে চলা মানবিক রাখির হৃদয় জুড়ে বসতি গড়ে তােলে কবি সােয়েব আল হাসান। বুকের মধ্যে অসীম মায়া, ভালােবাসার জলরাশি ধারণ করেও কোন কোন নদী সাগরে পৌছতে না পেরে মরুপথে পথ হারায়। একদিকে কমিউনিটির প্রতি অগাধ দায়িত্ববােধ, অন্যদিকে ভালােবাসার অসীম তৃষ্ণা, কোনদিকে নিয়ে যাবে জ্যোত্সাময়ীকে?