কবিতায় আত্মপরিচয় অনুসন্ধানের প্রয়াস কবি ওবায়েদ আকাশের কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নিজেকে আবিষ্কারের নেশায় তিনি সদামগ্ন এক কাব্যপরিব্রাজক। তাঁর মর্মে ঢুকে-পড়া আবহমান গ্রামবাংলার প্রতি মুগ্ধতা ও তার নস্টালজিয়ায় তিনি সদাতাড়িত ¯্রষ্টা। এই বোধের সার্থক রূপায়নে তিনি অনন্য ও ব্যতিক্রম। সমসাময়িক বাংলা কবিতায় তিনি নির্মাণ করেছেন গভীর বোধজাত ভিন্নতর উচ্চতা। সময়কে অতিক্রম করে সুউচ্চ কাব্যবৃক্ষের পাতায় পাতায় পরিভ্রমণ করেন তিনি। প্রতিমুহূর্তে শুধু নিজেকেই অতিক্রম করতে পছন্দ করেন। মনে করেন, তিনি বাঙালি, সমগ্র বিশ^ তাঁর দেশ, সমস্ত সৃষ্টি তাঁর সহসৃষ্টি। নিজ গ্রাম সুতলানপুরকে উন্মোচনের ভেতর দিয়ে তিনি হয়ে ওঠেন সমগ্রের নিসর্গ ও হারানো অতীত মন্থনের ভাষ্যকার। প্রকৃতি ও ঐতিহ্য-বর্ণনার এক বিকল্প অনুরণন তাঁর ‘পৃষ্ঠাজুড়ে সুলতানপুর’ কাব্যগ্রন্থটি। শুরু থেকেই তিনি লিটল ম্যাগাজিন কেন্দ্রিক ভিন্নস্বরের কাব্যজিজ্ঞাসায় নিজেকে উপস্থাপন করেন। প্রশ্ন করা ও ‘না’ বলার স্পর্ধা তাঁর কাব্যানুশীলনের মর্মে। সম্পূর্ণ স্বতন্ত্র তাঁর ঈর্ষণীয় কাব্যভাষা তাঁকে অগণিত তরুণ করিব আইডলে পরিণত করেছে। বর্তমান গ্রন্থে তিনি আবিষ্কার করেছেন নবতর এক শ্যামল-হরিৎ দ্বীপভূমি।