প্রবাসের কর্ম-ব্যস্ততার মাঝে সাহিত্যের প্রতি নিবিড় ভালবাসা থেকে চৌধুরী সালাহ্উদ্দীন মাহমুদ ‘বিচিন্তা বিভাবনা’-তে তাঁর বিভিন্ন লেখা সম্মিলিত করেছেন। বাংলা সাহিত্য হচ্ছে তার সবচেয়ে বড় আবেগ ও সম্পদ। সাথে রয়েছে একুশ ও মুক্তিযুদ্ধের মহান গৌরব। তিনি দেশ-বিদেশের সাহিত্য পাঠ করেছেন এক উম্মুক্ত চৈতন্য থেকে, দেখেছেন স্বদেশ ও বিশ্বকে। এসব নিয়ে ছোট-খাট পর্যবেক্ষণ, চিন্তাভাবনা, ও অনুশীলন বিভিন্ন প্রবন্ধে ছড়িয়ে আছে। তার মানসগড়নের স্বরূপ হয়তো ধরা পড়বে এর মাঝে।