ফ্ল্যাপে লিখা কথা
কবি ওবায়েদ আকাশ নয়, ওবায়েদ আকাশ কবি। একথা বলছি তার কারণ সকল প্রথা ঘরানা ভেঙে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তিনি তার ইতিপূর্বেকার কাব্যগ্রন্থগুলো রচনা করেছেন। কবিতার আবহমান গতি প্রচলিত আঙ্গিক ভবিষ্যৎ কবিতার ইঙ্গিত প্রকরণে সিদ্ধহস্ত ওবায়েদ আকাশ। তাঁর বিবিধ জন্মের মাছরাঙা কবিতার নন্দন ধারণা,উপমা, শৈলী, শব্দচেতার জায়গায় নিঃসন্দেহে একটি সফল ও নতুন উপস্থাপন। মূলত বিবিধ জন্মের মাছরাঙা একটি দীর্ঘ কবিতা। প্রকরণের জড়তা- এসব কাটিয়ে কবি নিঃসন্দেহে একটি গতিশীল ও সার্থক দীর্ঘ কবিতা উপহার দিয়েছেন। দৈনন্দিন মানুষের মুখের ভাষা,যাপিত জীবন, আড্ডার উপহাস তির্যক ভঙ্গির আশ্রয়ে তার কবিতার প্রতিধ্বনি কাব্যের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। চারপাশের সঙ্গতি অসঙ্গতি ও নিসর্গের এক অপরূপ নৈঃশব্দে তার কবিতায় ধ্বনিত হয়। তার কবিতায় সেই চিরন্তন আবেদন। যেখানে একজন নাগরিক মানুষের হাহাকার ছড়িয়ে পড়ে ইথারে…ধীরলয়ে। .. কবি ও তাঁর কবিতা হয়ে ওঠে অসীমের অংশবিশেষ। বিবিধ জন্মের মাছরাঙা পাঠে তৈরি হয় জন্মের মুহুর্মুহু বিবর্তন। বোধ ও আবেগের মগ্ন দ্বৈরথ…