মুজতাবা শফিক লেখালেখিতে নতুন হলেও তাঁর গল্প বলার চমৎকারিত্ব গভীরভাবে আশান্বিত করে। তাঁর সাবলীল বর্ণনা ও বর্ণনার ডিটেইলে ভ্রমণ একজন পরিণত গল্পকারের কথা মনে করিয়ে দেয়। একজন দক্ষ কথাসাহিত্যিকের আবশ্যিক গুণাবলী নিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হন। তাঁর গল্পে তিনি ধারণ করেন সমসাময়িক ভাষা ও উপস্থাপনার স্বভাব স্বাতন্ত্র্য। তাঁর গল্পের চরিত্র আমাদের চেনা। কিন্তু তিনি এত কাছের দুনিয়ার ভেতর দিয়ে আমাদের এমন এক ভুবনে নিয়ে যান যেখান থেকে পরিপূর্ণ গল্পের আস্বাদ না নিয়ে ফিরে আসা যায় না। তাঁর এই কুশলতা আমাদের আরো গল্প শুনতে উৎসাহিত করে। লেখকের এই প্রথম গল্পগ্রন্থ ‘নীল স্যুটকেস’ পাঠ করেই আশা করি পাঠক তেমন এক সমৃদ্ধ দুনিয়ার সন্ধান পাবেন।