জন্ম-মৃত্যুর মধ্যবর্তী কিছু মুহূর্তের সমন্বয়ে যে সামান্য জীবন তা বহুমুখী সীমাবদ্ধতায় কীর্ণ। শরীর প্রতিপক্ষ, প্রকৃতি প্রতিপক্ষ, সমাজ প্রতিপক্ষ, এমনকি সে নিজেই নিজের প্রতিপক্ষ। এই সীমাবদ্ধ জীবনে অতি ভয়ঙ্কর প্রতিপক্ষের বিরুদ্ধে আমৃত্যু মানুষকে সংগ্রাম করে যেতে হয়। কিন্তু কেন, মানুষের এমন অসম সংগ্রামের উদ্দেশ্য কী? মনুষ্যত্বের অনুসন্ধান। অজস্র ব্যর্থতার ভেতরেও মানুষ একটিমাত্র বিজয়ের স্বপ্ন দেখে-সুন্দরের স্বপ্ন, পৃথিবীকে সুন্দর থেকে সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন। এই সুন্দরের স্বপ্নের প্রকৃত নাম মনুষ্যত্ব, এটুকুই মানুষের সমগ্র জীবন। ইহদেহ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সেই সাধনায় যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তার ব্যর্থতা সর্বজনীন আর যদি সে সার্থক হয় তবে তা সর্বকালীন, সকল কালের মানুষের সার্থকতা।