শ্রী রামনিধি গুপ্ত, ওরফে নিধুবাবু বাংলা টপ্পা গানের পথিকৃৎ। ভক্তি অথবা আদিরসে নিমজ্জিত ১৮ শতকের বাংলা গানকে তিনি কার্যত উদ্ধার করেছিলেন। এক নতুন পথে বাংলা গান হাঁটতে শুরু করেছিল নিধুবাবুর হাত ধরে। তাঁর গানেই প্রথম নারী–পুরুষের চিরন্তন প্রেম, তার চিরকালীন আবেগ, রাধা–কৃষ্ণের প্রেমলীলার দৈব–আড়াল না নিয়ে এক সহজ, সাধারণ, মানবিক ভাষায় বাঙ্ময় হয়েছিল। নিধুবাবুর প্রভাবে সমসময়ের বহু গীতিকার ওই একই ধরনের গান বাঁধতে শুরু করেন, যা পরবর্তীতে নিধুবাবুর টপ্পা নামেই জনপ্রিয় হয়েছিল। এতটাই প্রবল ছিল নিধু–নামের সম্মোহন।