মায়ের যত খোকা আছে
সবাই ডাকে মা,
একাত্তরের কাব্যকলি
এবার ফোটো না!
. মা হেসে কয় ওহে বাছা
চুপটি করে শোন,
প্রথম ছিল বায়ান্নর-ই
ভাষা আন্দোলন।
. দ্বিতীয়ত শক্রুসেনা
হানলো আঘাত শেষে,
একাত্তরের পঁচিশে মার্চ
রাতের অবকাশে।
. মায়ের আরও অনেক ছেলে
নয়টি মাসের মাঝে,
জীবনবাজি লড়াই করে
দেশ বিজয়ের কাজে।