বিকাল পাঁচটা বাজে। একটু পরেই ঈশ্বরদী ষ্টেশন চলে আসবে। মামা আর শফিক গুছিয়ে নিচ্ছে। নামতে হবে। সাদিকের খুব ভালো লাগছে ট্রেনের অতটুকু সমস্যা ছাড়া সময়টা ভালোই কেটেছে। মামা অনেক গল্প বলেছে। অনেক জানা-অজানা কথাও জানা গেছে। বেশি ইচ্ছা হচ্ছে ঢাকা যেয়ে গাজী সালাউদ্দিনের ক্রুসেড বইগুলো আগে পড়বে। অনেক বই পড়া হয়েছে, কিন্তু ক্রুসেড গুলো পড়া হয়নি। মামা যখন তার বন্ধুর গল্পটা বলেছিল তখন মামা আইয়ুবীর সম্পর্কেও বলেছিল। তখন থেকেই সাদিকের মনটা ইতিহাসের পাতায় ঘুরছে। মামা বলেছিল, ‘আসলেই সালাউদ্দীনের ইংরেজদের সাথে লড়াই ছিল মূলত ইসলামকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে।’ এরকম অনেক কিছু হয়তো সাদিক ভেবে চলতো। এমন সময় ঘোষণা দিলো ইশ্বরদী জংশনে এসে গেছে। এখনই ট্রেন থামবে। ওরা নামার জন্য প্রস্তুতি নিলো।