বইটির প্রধান চরিত্র ফাহাদ । এক সাধারণ পরিবারের ছেলে ছিল সে । চট্রগ্রাম জেলার এক প্রত্যন্ত অঞ্চলে জন্ম হলেও ছেলেবেলা কাটে তার মিশরে । ভাগ্যের নির্মম পরিহাসে মা-বাবাকে হারিয়ে ফেলে সে। জীবনের তাগিদে হয়ে উঠে ভাড়াটে খুনি । সব খারাপ পথ ছেড়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় । এতেই ঘটে বিপত্তি । মার্ডার করা হয় তাকে । তবে এখানেই শেষ নয়, তার গলায় থাকা নীল লকেটের অলৌকিক ক্ষমতার মাধ্যমে দ্বিতীয় জন্ম হয় তার । ফাহাদ এমন একটি অদ্ভুত চরিত্র, যার অতিপ্রাকৃত ক্ষমতার সাথে আছে নিবিড় ও তিক্ত অভিজ্ঞতা ….