“আরশিনগর” বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ
‘আরশিনগর’ শব্দটি লালনের গানে আছে। খুবই রূপকাশ্রয়ী শব্দ। প্রাবন্ধিক আদিত্য মুখােপাধ্যায়ের জীবনের প্রথম উপন্যাস। ‘বাউল’ নিয়ে তর্ক-বিতর্ক সমস্তেরই সমাধান হয়ে যায় এই উপন্যাসে। একদমই মাটি ছুঁয়ে থাকা লেখা। সবটাই জীবন্ত। ছবির মতাে। বাউল জীবন। বাউলের সমাধিও। তথ্যের সঙ্গে কল্পনার মিশেল থাকলেও সত্যের অনুসন্ধানে এখানে কোনাে কার্পণ্য নেই। আরশিনগরের পড়শিকে তাই খুঁজতে গেলে এ বই হাতের কাছে থাকা চাই-ই চাই।