“সাঁইথিয়ার কাছে ময়ূরাক্ষী নদীর ওপরে যে পুল রয়েছে, তার থেকে বাঁ হাতে একটু নেমেই আমগাছের ছায়া দিয়ে ঘেরা গ্রাম শালকি। সেখানে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয় একটি বৃহন্নলা শিশু। কাজরী। পরিবারের আদরে স্কুলে গিয়ে পড়াশোনা শিখে, খেলাধুলা করে বড় হচ্ছিল । হঠাৎই একদিন স্কুল থেকে ফেরার সময় অপহৃত হয় সে বৃহন্নলা গোষ্ঠীর দ্বারা। উদ্দেশ্যঃ নিজেদের গোষ্ঠীভুক্ত করণ। পনেরো-ষোলো বছর পর সুযোগ পেয়ে পালিয়ে কাজরী ফিরে আসে তার গ্রামে, বাড়িতে। তারপর? সত্যিই কি ফেরা হলো কাজরীর? সত্যিই কি ফেরা যায়?”