বাংলার লোকশিল্পের অন্যতম সরা। সরার ইতিহাস, নির্মাণ, চিত্র—সবই উঠে এসেছে এ বইয়ে। গ্রামে গ্রামে ঘুরে সরাশিল্পীদের কাছ থেকে দেখে, তাদের সঙ্গে কথা বলে লেখক উপাদান সংগ্রহ করেছেন। অঞ্চল-সংস্কৃতি ও লোকশিল্প চর্চায় উল্লেখযোগ্য সংযোজন হতে চলেছে এ বই। রয়েছে ১৬ পৃষ্ঠার রঙিন অ্যালবাম।