কবিতাই মানুষের প্রকৃত আপনজন। বন্ধু দূরত্ব তৈরি করে নিতে পারে, আত্মীয় হয়ে উঠতে পারে অ-পরিচিতজন, সম্পর্ক জড়িয়ে নিতে পারে বিচ্ছেদের পোশাক, প্রতিষ্ঠা মুখ ফিরিয়ে নিতে পারে, সাফল্য হাতের তালু থেকে ঝাঁপ দিতে পারে অবেলায়, প্রেম প্রস্থান করতে পারে ভোরের শিউলী ফুলের মত কিন্তু কবিতা; কবিতা কখনো বিভক্তির পথে হাঁটে না। হাঁটতে পারে না বরং কবিতা দুঃসময়ে হয়ে উঠে প্রিয়তম। কবিতার আশ্রয়ে মানুষ একাকীত্বের আঘাতেও খুঁজে পায় সঙ্গ, খুঁজে পায় অমরত্ব।