রায়হান-বর্ষা, ঐশি-রাতুলের যুগল প্রেম কাহিনি নিয়ে গড়ে ওঠা পুরোদস্তুর রোমান্টিক উপন্যাস- ভর দুপুরের জোছনা। বইটিতে একই সময়ে প্রবাহমান দু’টি প্রেমের গল্প সমান্তরাল ভাবে বলা হয়েছে। গল্প দুটি আলাদা হলেও বিচ্ছিন্ন নয়। বরং একটি ঘটনার শেষ পরিণতি অনেকাংশেই অন্যটির উপর নির্ভরশীল ছিলো। এক্ষেত্রে গল্পের ইতি টানার ব্যাপারে লেখক বরাবরের মতোই মুন্সিয়ানা দেখিয়েছেন। দুই জগতের অনুভূতিকে এক সুঁতোয় গেঁথে নিয়েছেন তিনি।