“রুপালি সমুদ্র” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কিছুক্ষণ পরই সবকিছু বদলে গেল। ঝরনার পানির গতি হঠাৎ করেই যেন বেড়ে গেছে। ঝরনার পানির কণাগুলাে খুব ছােট হওয়ার কথা। কিন্তু রুপালি কণাগুলাে অনেক বড় মনে হল।
অপু ঝরনা বন্ধ করতে যাবে এমন সময় মনে হল যে ও ওয়াশরুমে নেই। ও ঝরনায় গােসল করছে না। ও পায়ের নিচে কোনাে তল খুঁজে পেল না। অপু চোখ খুলল।
চোখ খােলার পর মনে হল চোখ না খুললেই ভালাে হতাে। ওর চারপাশে শুধুই পানি। ও বিশাল একটা সমুদ্রে তলিয়ে যাচ্ছে। একবার ভাসছে আবার তলিয়ে যাচ্ছে…