জীবন সত্যিই বড়ো অদ্ভুত! কখন, কীভাবে একটি জীবনের সাথে অন্য আরেকটি জীবনের তার জুড়ে সম্পর্ক তৈরি হয়ে যায় কেউ বলতে পারে না। উপরওয়ালা সকলের ভাগ্য কী করে নির্ধারণ করেন জানা নেই। হয়তো সবই যার যার কৃতকর্মের পরিণতি। মানুষের চিন্তা-চেতনা আর মনুষ্যত্ববোধ তার ভবিষ্যতকে প্রসারিত করে তোলে।
যদিও সদ্যোজাত শিশু কোমলকে কোলে তুলে নিয়ে তার বাবা হয়ে উঠার মুহূর্তে এত সব চিন্তা নিশীথের মাথায় ছিল না। সে শুধু আচমকা তার কাঁধে এসে পড়া দায়িত্ব ও নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত নিয়েই ভাবছিল হয়তো। কিন্তু তখনো সে ধরতে পারেনি জীবন নদীর প্রতিটা ঢেউ আর প্রতিটা বাঁকে কীভাবে কোমল এক সময় তার সাথে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে যাবে।
কোমলের ছোটো হাতটা নিজের হাতে ধরে রেখে যেই অনিশ্চিত ভবিষ্যতের সূচনা করেছিল নিশীথ, সেই সূচনায় ভরসা হয়ে তার পাশে ছিল একমাত্র ভাই নীরব। একসাথে গল্পের পাতায় চড়ে সেই ভবিষ্যৎ ঘুরে আসার আহ্বান রইলো পাঠকের মনঃদ্বারে।