ডাকসাইটে নামকরা গোয়েন্দা অফিসার অহনার কাছে একটা পার্সেল আসে। ওটা খুলতেই বই আকৃতির একটা দামী ডায়েরি চোখে পড়ে। কতগুলো অগোছালো গল্প দিয়ে ভরা সেই ডায়েরির পাতা। প্রতিটি গল্পের ভাঁজে পথিকের বাস। একজন তৃতীয় লিঙ্গের বসবাস!
পতিতা, পথশিশু কিংবা প্রিয়জনের প্রতি বিশুদ্ধ ভালোবাসা সবকিছুই চাপা পড়ে যায় ঢাকার রাতের কাছে। শহরের রাজপথ ও অলিগলিতে লাশের মিছিল, ছোট্ট এসিডের কৌটা, মায়ায় ডুবে যাওয়া লিটল ট্রি আর তার পেছনের গল্প জানানোর জন্যই পথিক এসেছে। একজন খুব সাধারণ মানুষের তথাকথিত সিরিয়াল কিলার হওয়ার গল্প জানতে হলে পড়তে হবে পথিকের গল্প। সেই পথিকের কাঁধে ভর করে, পাপের শহর ঘুরে আসুন। তবে মৃত্যু থেকে একটু সাবধানে থাকবেন। কারণ পথিক, তার পকেটে এসিড ও মৃত্যু খঞ্জর নিয়ে ঘুরে কিনা তাই!